শাহরাস্তিতে বৃদ্ধ মায়ের সম্পত্তি দখল

স্টাফ রিপোর্টার
শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের বলশীদ পূর্ব ভূঁইয়া বাড়ির ফজরের নেছার মেয়ে সাজেদা বেগম তার স্বামী শহিদ উল্লাহ ও নাতি আবদুল ছোবাহানের বিরুদ্ধে বৃদ্ধার ৩৯ শতক সম্পত্তি দখল, মূল্যবান গাছ কেটে বিনষ্ট, সাইডওয়াল ও টয়লেট ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধা ফজরের নেছা বাদী হয়ে মেয়ে, নাতি ও জামাইর বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয়রা জানায়, টামটা উত্তর ইউপির বলশীদ পূর্ব ভূঁইয়া বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী ফজরের নেছা (৭৮) এর ৫ ছেলে ও ৩ মেয়ে। স্বামীর পাওনা ৩৯ শতক সম্পত্তি একাই বড় মেয়ে সাজেদা বেগম, তার স্বামী শহীদ উল্ল্যাহ, নাতি আবদুল ছোবাহান জবর-দখলের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঐ সম্পত্তির উপর বর্তমানে একটি মাদ্রাসা, পাঞ্জেগানা মসজিদ ও বেড়িগেট ওয়াল রয়েছে। উল্লেখিত বিবাদীরা ঐ সম্পত্তি জবর-দখলের উদ্দেশে সম্পত্তির উপর রোপিত মূল্যবান গাছ, সাইড ওয়াল ও টয়লেট ভেঙে ফেলে। এ বিষয়ে গত ৫ সেপ্টেবর ফজরের নেছা বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। উপরোক্ত বিষয়ে চাঁদপুরের আদালত ও স্থানীয়ভাবে বৈঠকে মা ফজরের নেছার পক্ষে রায় হলেও মেয়ে সাজেদা বেগম তার স্বামী-সন্তানকে নিয়ে সম্পত্তি জবর দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ফজরের নেছা (৭৮) জানায়, তার হিস্যা অনুযায়ী প্রাপ্য অংশ তাকে বুঝিয়ে দেয়া হলেও সে আমার অন্যান্য সন্তানদের সম্পত্তি একাই দখল করতে চাচ্ছে। সে আমার লাগানো গাছ, সাইড ওয়াল ও টয়লেট ভাঙচুরের সময় আমার ছেলে হাফেজ মাও. হারুনুর রশীদকে মারধর ও উল্টো মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে হয়রানি করেছে।
এ বিষয়ে আমি চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসির জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
১৪ সেপ্টেম্বর, ২০২১।