শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য, মুক্তিযোদ্ধা রফিক আহম্মেদ ভূঁইয়া (৬৬) ইন্তেকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, নাতি-নাতনী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার বাড়ি চিতোষী পশ্চিম ইউনিয়নের পশ্চিম ভূঁইয়া বাড়িতে। দেশপ্রেমিক এ কৃতী সন্তান এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুলসহ উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি এই দেশকে স্বাধীন করতে প্রাণ বাজি রেখেছিলেন। দেশ ও জাতি তার এ অবদান চিরকাল স্মরণ রাখবে।
ওইদিন রাত ৯টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের শোক : দেশপ্রেমিক এ বীর সন্তানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, শাহরাস্তি শাখার সভাপতি মো. আনিছুর রহমান বিজয় ও সাধারণ সম্পাদক সাংবাদিক নোমান হোসেন আখন্দ।
শোক বার্তায় জানান, এ বীর সন্তানের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিককে হারালো। দেশ ও জাতি তার এ অবদান চিরকাল স্মরণ রাখবে।
১৮ অক্টোবর, ২০২১।