নোমান হোসেন আখন্দ/রাফিউ হাসান হামজা
শাহরাস্তি উপজেলার পূর্ব চিতোষী ইউনিয়নের মনিপুর গ্রামের বেপারী বাড়িতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয়ভাবে মাইকিংয়ের কাজ করতেন। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌঁড়ে এসে বাসায় ছাদে চোর এসেছে বলে জানায়। তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আমরা সেখানে গিয়ে এ দৃশ্য দেখতে পাই।
খোদেজা বেগম আরো বলেন, এসময় বাসায় গেট বন্ধ ছিল। ছাদে উঠার বিকল্প কোনো পথ নেই। তবে গাছ দিয়ে ছাদে উঠা যায় বলে ধারণা করছেন।
স্থানীয়দের মতে, আলমগীর একজন সহজ-সরল ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
১৮ মার্চ, ২০২৫।