শাহরাস্তিতে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা……মেজর রফিক এমপি

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন, হলরুম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। সকাল সাড়ে ১০টায় তিনি সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন ও হলরুম উদ্বোধন এবং ১১টায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা। বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপোসহীন। ফাঁসির মঞ্চেও তিনি বাংলা ও বাঙালির জয়গান গেয়েছেন। তরুণ বয়স থেকেই বঙ্গবন্ধুর চিন্তা-চেতনায় ছিল জনগণের কল্যাণ।
তিনি বলেন, ১৯৭১ সালে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে ঘাতকরা হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।
তিনি বলেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমি যখন প্রথম ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হই, তখন দেখেছি দুই উপজেলায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) মাত্র ৫ কিলোমিটার পাকা সড়ক ছিল। বর্তমানে প্রায় ৮শ’ কিলোমিটার পাকা রাস্তা, ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, প্রায় সাড়ে ৮শ’ টি ব্রিজ-কালভার্ট এবং প্রায় ৮শ’ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, দুই উপজেলায় ডাকাতিয়া নদীর উপর আরো তিনটি ব্রিজের কাজ প্রক্রিয়াধীন। শতভাগ বিদ্যুতায়ন, চারটি বেসরকারি সরকারি স্কুল ও কলেজকে জাতীয়করণ, প্রায় শতভাগ ভাতা প্রদানসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়াও ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর করে দেওয়া হয়েছে। আগামি ১৫ দিনের মধ্যে ৭৩টি প্রকল্পের (ব্রিজ-কালভার্ট, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন) উদ্বোধন করা হবে।
এসব উন্নয়ন কাজ করা হয়েছে একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায়। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এসব উন্নয়ন কখনো হতো না।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি ও শাহজান পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী, মেহের দক্ষিণ ইউপি চেয়াম্যান মো. রুহুল আমিন, টামটা দক্ষিন ইউপি চেয়ারম্যান জহিরুল আলম মানিক, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, যুগ্ম-আহবায়ক মাহফুজুল কবির, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা ইমাম, উপজেলা কৃষক লীগ সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী জনি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মজুমদার প্রমুখ।
এদিকে সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন করতে আসলে সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

০৫ অক্টোবর, ২০২১।