রাফিউ হাসান হামজা
সংগঠনকে ঢেলে সাজানো ও ছাত্রনির্ভর কমিটি করতে ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সোমবার (২১ অক্টোবর) শাহরাস্তিতে আসেন। চাঁদপুর জেলার সব উপজেলা সফর করবেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, সহ সভাপতি আবুল বাশার, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসাইন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ জেলার ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ সাংগঠনিক সফরে আসেন মেহের ডিগ্রি কলেজে।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন, সদস্য সচিব মো. সোলেমান, পৌর নেতা জাকারিয়া ফাহিম, শাহাদাত, জহির, সামি, সূচীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব নাহিদ ইসলামসহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
মেহের ডিগ্রি কলেজে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিগত ১৬ বছরে ছাত্রদলের ত্যাগ ও কর্মকান্ড সবাইকে জানানোর জন্যই আমার এই সাংগঠনিক সফর। সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাই ছাত্রদলের পতাকাতলে আসার আহবান জানিয়েছেন তিনি। বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক ছাত্রদল নেতা হত্যাকান্ডের মতো জঘন্য কর্মকান্ডের সম্মুখীন হয়েছেন। এমনকি জেল-জুলমের স্বীকারের পাশাপাশি, নানান মিথ্যা ও হয়রানীমূলক মামলায় আমাদের ছাত্রদলের বহু নেতাকর্মী পালিয়ে বেড়িয়েছেন। আজ স্বৈরাচার পতনের মাধ্যমে আমরা সকলেই মুক্ত দেশের বাসিন্দা। এই দেশ মুক্ত করতে আমাদের অনেক ভাই জীবন আত্মত্যাগ করেছেন, দেশ ও দশের জন্য। আমরা সেসব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আমি ঘোষণা দিতে চাই, এই মেহের ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমেই কলেজ ছাত্রদল কমিটি ঘোষণা করা হবে। যারা মেধাবী ও কলেজে নিয়মিত, তাদের নিয়েই আমরা কমিটি দিবো। এই কমিটির ব্যাপারে যদি উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতারা কোন হস্তক্ষেপ করে, তবে আমরা তাকে দল থেকে বরখাস্ত করবো। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের এই ছাত্রদলই আগামির নেতৃত্বে দেশকে উঁচু স্তরে নিয়ে যাবে।
উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর মেহের ডিগ্রি কলেজ ছাত্রদলের রাজনীতি আবারও চাঙ্গা হওয়ায় সব নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করেছে।
২২ অক্টোবর, ২০২৪।
