শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে

শাহরাস্তি ব্যুরো
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শাহরাস্তিতে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। শনিবার দুপুর (২৮ আগস্ট) ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের সভাপতিত্বে এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদের পরিচালনায় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, জাকির হোসাইন খাঁন, সহ-সম্পাদক মো. ফয়েজ আহম্মেদ, সহ-অর্থ ও প্রচার সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ। সভায় ১০টি ইউনিয়নে দায়িত্বরত মৎস্য প্রতিনিধি (লিপ) সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন জানান, ২৮ আগস্ট থেকে আগামি ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে ১ম দিন মাইকিং, ব্যানার ফেস্টুন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ। ৩য় দিন প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় সভা। ৪র্থ দিন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ৫ম দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিন সুফলভোগীদের প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ বিতরণ, বৈধ জাল এআইজিএ বিকল্প কর্মসংস্থানের উপকরণ, মৎস্য খাদ্য চুন, সার ও খৈল ইত্যাদি। ৭ম দিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী।
মতবিনিময়কালে বক্তারা, খাল-বিলে ভেশাল জাল, প্লাবন ভূমি, পুকুর, নদী ও ডোবায় অবৈধ কারেন্ট জাল ও বর্ষা মৌসুম শেষে উন্মুক্ত জলাশয়, ডাকাতিয়া নদী, ও সরকারি জলাশয়ে বাঁধ দিয়ে মাছ ধরা, অবৈধ মাছ খেকো দস্যুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
২৯ আগস্ট, ২০২১।