শাহরাস্তিতে সিএনজি ও মাটিবাহী ট্রাকের সংঘর্ষে হতাহত ৪

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে কৃষি জমির মাটি খেকো অবৈধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমছেই না। এবার তাদের মাটি বহনকারী ড্রাম ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ গেলো ষাটোর্ধ্ব এক নারীর। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টায় উপজেলার কালীবাড়ী থেকে উঘারিয়া-মোল্লাদজ্জা আঞ্চলিক সড়কের নুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিএনজিচালিত অটোরিক্সা ও কৃষি জমির মাটি বহনকারী ড্রাম ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, একটি মাটিবাহী ট্রাক সড়কের পশ্চিম পাশের কৃষি জমির মাঠ থেকে দ্রুতবেগে সড়কের উপর উঠার সময় সিএনজি অটোরিক্সাকে সজোরে চাপ দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব তপাদার বাড়ির আবদুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম (৬০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া একই বাড়ির আবদুর রহিমের স্ত্রী নূরজাহান (৪০), ফজলুল হকের স্ত্রী ফরিদা বেগম (৬০), বাবুল হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৫০) গুরুতর আহত হয়। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা দুর্ঘটনার শিকার ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও দুর্ঘটনার শিকার দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও মাটিবাহী ড্রাম ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

০২ জুন, ২০২৩।