শাহরাস্তিতে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শাহরাস্তির মানুষের জেলাজুড়ে সুনাম রয়েছে
…….. জেলা প্রশাসক কামরুল হাসান

নোমান হোসেন আখন্দ
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান শাহরাস্তি উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। গত সোমবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুর জেলায় দু’জন সেক্টর কমান্ডার জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, জীবন্ত কিংবদন্তী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। যা শাহরাস্তি তথা চাঁদপুর জেলাবাসীর জন্য গর্বের বিষয়।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শাসন নয়, আপনাদের সেবা করার জন্য এ জেলায় এসেছি। আপনারা যেন সুখে-শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারেন সেজন্য সবার সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবো। আপনাদের বক্তব্য শুনে ভালো লাগলো, শাহরাস্তিতে বড় কোন সমস্যা নেই। শাহরাস্তির মানুষ শান্তিপ্রিয়, জেলাজুড়ে তাদের সুনাম রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে যে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তার বাস্তবায়নে আমরা বিশে^র বুকে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বিশ^জুড়ে জ¦ালানী সংকট চলছে, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিংয়ের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আমার অফিসে এসি ও অর্ধেক লাইট বন্ধ করে দিয়েছি। আপনারাও বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যায়ী হোন, জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যয়ী হতে উদ্বুদ্ধ করুন। সামনে বিদ্যুৎ সংকট বাড়তে পারে। এখন থেকে আমাদের মানসিকভাবে তার প্রস্তুতি নিতে হবে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজ্ঞিত চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার প্রমুখ।
সভায় জেলা প্রশাসকের শাহরাস্তি উপজেলায় প্রথম আগমন উপলক্ষে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে জেলা প্রশাসক কামরুল হাসান শাহরাস্তি পৌর ভূমি অফিস ও মেহার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

২৭ জুলাই, ২০২২।