শাহরাস্তিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি সমমান পরীক্ষার ১ম দিন অতিবাহিত

এসএসসিতে অনুপস্থিত ১০, দাখিলে ২

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার ১ম দিন অতিবাহিত হয়েছে। ১ম দিনে এসএসসিতে ১০জন শিক্ষার্থী ও দাখিলে ২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
এসএসসিতে কেন্দ্র-১ শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ শ’ ৫৭ জন। এতে ছাত্র ৩ শ’ ৭৬ জন ও ছাত্রী ৪ শ’ ২৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ২ জন। এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন ও কেন্দ্র সচিব মো. ঈমাম হোসেন।
কেন্দ্র-২ চিতোষী আরএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ শ’ ৪১ জন। এতে ছাত্র ২ শ’ ৬ জন ও ছাত্রী ২ শ’ ৩৫ জন। অনুপস্থিত রয়েছে ১ জন শিক্ষার্থী। এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী প্রোগ্রামার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর) মো. শাহজাহান ও কেন্দ্র সচিব মো. মিজানুর রহমান।
কেন্দ্র-৩ সূচীপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮ শ’ জন। এতে ছাত্র ৩ শ’ ৭৭ জন ও ছাত্রী ৪ শ’ ২৩ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ৫ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা জালাল ফারুক আখন্দ ও কেন্দ্র সচিব মো. শামসুল হুদা ভূঁইয়া।
কেন্দ্র-৪ সূয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ শ’ ৬০ জন। এতে ছাত্র ১ শ’ ৮৮ জন ও ছাত্রী ২ শ’ ৭১ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ১ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারুক আহম্মেদ ও কেন্দ্র সচিব মো. আখতার হোসেন।
কেন্দ্র-৫ নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ শ’ ৭৩ জন। এতে ছাত্র ২শ’ ১১ জন ও ছাত্রী ২ শ’ ৬২ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ১ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও কেন্দ্র সচিব রতন কান্তি দত্ত।
দাখিল কেন্দ্র-১ শাহরাস্তি চিশতীয়া ইসলামীয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪ শ’ ৩৮ জন। এতে ছাত্র ১ শ’ ৯৯ জন ও ছাত্রী ২ শ’ ৩৯ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ২ জন শিক্ষার্থী। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন ও কেন্দ্র সচিব মাও. মো. বেলাল হোসেন।
কেন্দ্র-২ নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ শ’ ২ জন। এতে ছাত্র ৭৭ জন ও ছাত্রী ১শ’ ২৪ জন। এ কেন্দ্রে অনুপস্থিত রয়েছেন ১ জন শিক্ষার্থী। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শির্ক্ষা কর্মকর্তা মো. আহসান উল্ল্যা চৌধুরী ও কেন্দ্র সচিব মাও. মো. দেলোয়ার হোসেন।
এদিকে উপজেলার সবগুলো কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।