শাহরাস্তিতে স্বাস্থ্য কর্মকর্তার মারধরের শিকার এক নারী পরিচ্ছন্নতাকর্মী

স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা. মো. নাসির উদ্দিনের মারধরের শিকার হয়েছেন একই হাসপাতালের নারী পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার) আমেনা আক্তার। এ নিয়ে হাসপাতাল এলাকাজুড়ে ও স্টাফদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া করতে দেখা গেছে। হাসপাতালের দায়িত্বরত কর্মচারীরা জানায়, গত ১৬ আগস্ট ঐ নারী পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়দার) হাসপাতালের ২য় তলায় রোগীদের ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ করছিলেন (ঝাড়ু দিচ্ছিলেন)। এ সময় রোগীদের ওয়ার্ড ভিজিটে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা. মো. নাসির উদ্দিন। এসময় তিনি রোগীদের ওয়ার্ড ও ওয়ার্ডে ঢুকার বারান্দায় ময়লা-আবর্জনা, সুই-সিরিঞ্জ দেখে পরিচ্ছন্নতাকর্মী আমেনা আক্তারকে তা সরিয়ে নিতে বলেন। তিনি তা সরিয়ে নিতে বিলম্ব করায় টিএইচও নাসির উদ্দিন তেড়ে এসে নারী পরিচ্ছন্নতাকর্মী আমেনা আক্তারকে চড়-থাপ্পড় মারেন ও গালমন্দ করেন। বিষয়টি মুহূর্তে হাসপাতাল এলাকাজুড়ে চাউর হয়ে যায়।
এ বিষয়ে নারী পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার) আমেনা আক্তার জানায়, টিএইচও স্যার আমাকে ময়লা, সুই-সিরিঞ্জ সরিয়ে নেয়ার জন্য বলছিলেন। আমি তখন ময়লা পরিস্কার করে সামনে আসছিলাম, তখনও কাজ শেষ হয়নি, আমি আসতে দেরী হওয়ায়, স্যার আমাকে চড়-থাপ্পড় মারেন ও গালমন্দ করেন। আমরা গরিব কর্মচারী কার কাছে বিচার চাইবো।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. নাসির উদ্দিন জানান, মহিলাটি বেয়াদপ, কাজে ফাঁকি দেয়। বারবার বলার পরও বিভিন্ন অজুহাতে কাজে ফাঁকি দিয়ে আসছে। তার বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি তাকে কোন মারধর করিনি।
২৩ আগস্ট, ২০২১।