শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত


স্টাফ রিপোর্টার
শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। গত শনিবার রাতে শাহরাস্তির মেহের স্টেশন এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের আলমগীর (৩৮) ও শাহজাহান (৫০)। আলমগীর শাহরাস্তি উপজেলা পোস্ট অফিসে সিনিয়র পোস্ট মাস্টারে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আলমগীর ও শাহজাহান হাজীগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে শাহরাস্তিতে যাচ্ছিলো। এ সময়র মেহের রাস্তার এক পাশে একটি পার্কিং করার একটি ট্রাকের নিচে চলন্ত মোটর সাইকেলটি ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান নিহত হয়।
আহত আবস্থায় আলমগীরকে কুমিল্লা ট্রমা সেন্টারে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মৃত্যুবরণ করে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। শাহজাহানের মৃত্যুদেহ তার পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। আলমগীর হোসেন চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লায় মারা যায়।