
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৩৭তম সভা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতিক সেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অচিন্ত্য চক্রবর্তী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যাহ চৌধুরী, স্যানেটারী ইন্সপেক্টর ফ্যায়দুল্লাহ মিয়া প্রমুখ।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা, নিয়মনীতি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে ব্যাপক প্রচার ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন।
সভা শেষে অতিথিবৃন্দ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালিতে অংশ নেন।