নোমান হোসেন আখন্দ
হিন্দু প্রজন্মের সন্তানদের মেধা শক্তি দিয়ে অপশক্তির মোকাবেলা করতে হবে। মনে রাখবে সংসার জগতে বাঁচার একমাত্র রাস্তা মেধা শক্তির বিকাশ ঘটানো। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যর বিকল্প নাই। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ ক্ষমতায় আছে বলে আমরা আমাদের দাবি জানিয়ে আদায় করতে পারছি।
শুক্রবার (২৯ জানুয়ারি) শাহরাস্তি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চাঁদপুর জেলা হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক ওই কথা বলেন।
সকাল ১১টায় মেহার কালিবাড়ি হরিসভা আঙ্গিনায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মেহার কালিবাড়ি কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক নিখিল মজুমদারের সভাপতিত্বে ও গোপাল জিউ আখ্ড়া পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত পালের উপস্থাপনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী। সম্মেলনে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস।
স্থানীয়দের মধ্য বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক ডাক্তার কমল চক্রবর্তী, নেতা প্রার্থ সারথী চক্রবর্তী, লক্ষী কান্ত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন মেহার কালিবাড়ি কার্যকরি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, প্রাক্তন অধ্যাক্ষ তাপস দত্ত, প্রধান শিক্ষক রতন কান্তি দে, প্রধান শিক্ষক রণজিৎ কুমার সরকার, কালিবাড়ি কার্যকরি কমিটির সদস্য উত্তম পাল, অমল পাল লিটন, বিশ^জিৎ দাস, জেলা সনাতন সংগঠনের জেলা উপদেষ্টা কৃষ্ণ কমল মিন্টু, জেলা সনাতন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদার।
সম্মেলনের দ্বিতীয়ার্ধে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে শাহরাস্তি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে ডা. কমল চক্রবর্তীকে সভাপতি, সুভাষ চন্দ্র দাস মাধুকে সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দ আগামি ১৫ দিনের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
৩০ জানুয়ারি, ২০২১।