নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নানের নেতৃত্বে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান ও পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার থেকে শাহরাস্তি বাজার সংযোগ সড়কের কাকৈরতলা মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে। আটকরা হচ্ছেন- ফরিদপুর জেলার পিরানপুরের মৃত হারুন মাতব্বরের ছেলে মো. সোহেল (২৭) ও মাদারীপুর জেলার সিকদার কান্দি এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল (২৬)।
পুলিশ সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিওিতে পুলিশ উপজেলার কাকৈরতলা এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে। আটকরা ২টি স্কুল ব্যাগ পিঠে ঝুলিয়ে রক্ষিত গাঁজাসহ মোটরবাইক চালিয়ে কাকৈরতলা বাজার অতিক্রম করার সময় পুলিশের হাতে আটক হন। স্কুল ব্যাগে রক্ষিত গাঁজাগুলো বিশেষ পলিথিন ব্যাগে মোড়ানো ছিল। পুলিশ ধারণা করছে আটকরা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের অন্যতম সদস্য। এ বিষয়ে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অভিযানে অংশ নেন শাহরাস্তি থানার এসআই মো. মহিউদ্দিন, মো. সাহিদুর রহমান, মো. মাহদী হাসান, জনি কান্তি দে, এএসআই শোয়েব আখন্দ, কনস্টেবল রায়হান হোসেন ও মাহফুজুর রহমান।
০৪ নভেম্বর, ২০২১।