শাহরাস্তিতে ১২টি জলাশয়ে ৬১১ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ আর্থিক বছরে সরকারি জলাশয়, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৬ শত ১১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ১২টি জলাশয়ে অবমুক্তি গ্রহণ কমিটির সদস্যদের উপস্থিতিতে দরপত্রে উল্লেখিত শর্তানুযায়ী ডিজিটাল পাল্লায় পরিমাপের মাধ্যমে এ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অবমুক্তকরনকৃত বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে রুই, কাতল, মৃগেল, কালিবাউস, ঘনিয়া রয়েছে। সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়গুলো হচ্ছে- উপজেলা পরিষদ পুকুর ৬০ কেজি, শাহরাস্তি মডেল থানা পুকুর ৬০ কেজি, ফায়ার সার্ভিস পুকুর ৫০ কেজি, মেহের কালিবাড়ী পুকুর ৪০ কেজি, শংকরপুর গুচ্ছগ্রাম পুকুর ৪০ কেজি, নোয়াগাঁও এতিম খানা পুকুর ৫০ কেজি, মনুমিয়া সুলতানা বালিকা এতিমখানা পুকুর ৪০ কেজি, ভোলদিঘী এতিমখানা পুকুর ৫০ কেজি, পদুয়া এতিমখানা পুকুর ৫০ কেজি, ছিখুটিয়া কওমী মাদ্রাসা ৫০ কেজি, হযরত শাহরাস্তি (রহ.) মাজার পুকুর ৭০ কেজি, শাহাপুর তহসিল অফিস পুকুর ৫১ কেজি।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান, শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ, সুভাষ মৎস্য খামারের স্বত্বাধিকারী সুভাষ বর্মন।
অবমুক্তকরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুভাষ মৎস্য খামারের শ্রমিকরা।
০৮ সেপ্টেম্বর, ২০২১।