শাহরাস্তিতে ২য় শ্রেণির শিশু ধর্ষিত


শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে ২য় শ্রেণিতে পড়ুয়া এক শিশু (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে। শিশুকে ডাক্তারী রিপোর্টের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিশুর পরিবার ও থানায় অভিযোগ সূত্রে প্রকাশ, গত ২ মার্চ সোমবার বিকাল ৪টায় উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দারুনকরা ফরাজী বাড়ী সংলগ্ন আবদুস সোবাহানের মুদি দোকানে এ ঘটনা ঘটে। ঐ দিন ২য় শ্রেণির শিশু শিক্ষার্থী (৯) তার বাড়ি থেকে আরবি পড়ার জন্য দারুনকরা ফরাজী বাড়ি সংলগ্ন মক্তবে আসার সময় স্থানীয় দারুনকরা নশাবাড়ী (গাজী বাড়ী) মৃত আমিন উদ্দিনের ছেলে মুদি দোকানী আবদুস সোবাহান (৭০) চিপস ও খেলনার লোভ দেখিয়ে শিশু টিকে তার মুদি দোকানের ভিতর টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এক পর্যায়ে শিশুটির ডাক চিৎকারে লম্পট ধর্ষক আবদুস সোবাহান শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার বাবা-মাকে জানালে বাড়ির ও আশপাশের লোকজন ক্ষিপ্ত হয়ে আবদুস সোবাহানের দোকানের উদ্দেশ্যে গেলে তার পূর্বেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কমকর্তা শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিম শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষককে ধরার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় শিশুর মা শিরিন আক্তার বাদী হয়ে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা করেছেন। মামলা নং-০৩, তারিখ: ০৫/০৩/২০২০ইং।