নোমান হোসেন আখন্দ
৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার ২০ জন ডাক্তারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, শাহরাস্তি-হাজীগঞ্জ (চাঁদপুর-৫) সংসদ সদস্য, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। গত বৃহস্পতিবার দুপুর ১টায় সংসদ সদস্যের বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত স্বাস্থ্য ক্যাডার হচ্ছেন- শাহরাস্তি উপজেলার দশনাপাড়র নুরুল হুদার মেয়ে নুসরাত জাহান নিরা, সাহাপুরের আনম কামরুজ্জামানের ছেলে আল মুক্তাদির ফয়সাল, কাজির কামতা এলাকার ইসমাইল মিয়ার ছেলে একেএম রাশেদুল করিম বাপ্পি, সূচীপাড়ার মোতালেবের মেয়ে তাসনুভা মরিয়ম, প্রসন্নপুরের খাজা আহম্মেদের ছেলে মারিয়া আহম্মেদ, উনকিলার সৈয়দ মো. তৌহিদুজ্জামান মিয়ার ছেলে সৈয়দ তাবারুকুজ্জামান (তামিম), নিজমেহারের আউয়ালের ছেলে মো. আফতাবুল আলম হীরু, ভিসারা এলাকার মো. শামসুল আলমের ছেলে মো. জামাল হোসেন, কান্দিরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন, কুলশী এলাকার মো. আলী আক্কাছের ছেলে মো. রোকনুজ্জামান রনি, সেনগাঁও এলাকার মো. শহিদ উল্ল্যাহন ছেলে মো. ফারুক হোসেন, সূচীপাড়া এলাকার মো. ফাখরুল ইসলামের মেয়ে দিলরুবা খানম, চেড়িয়ারা এলাকার মো. করিম উল্ল্যাহ দেওয়ানের ছেলে মো. আবদুল্লাহ আল মামুন, বদরপুর টোরাগড় এলাকার মো. আব্দুর রশীদের ছেলে মো. নুরুন নবী জুয়েল, হাজীগঞ্জ উপজেলার চতন্তর এলাকার সিরাজউদ-দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, রামচন্দ্রপুর এলাকার নারায়ন চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা, মকিমাবাদ এলাকার আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি, রাজাপুর এলাকার মো. আবুল বাশারের ছেলে মাহাদীয়ে বাশার, বলাখাল এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা অন্তু, দক্ষিণ বাজার কাপড়িয়া পট্টি এলাকার কবির হোসেনের মেয়ে সুমাইয়া বিনতে কবির হিমা।
সংবর্ধিত স্বাস্থ্য ক্যাডারদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
সভায় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল প্রমুখ।
০৭ নভেম্বর, ২০২১।