শাহরাস্তিতে ২৭ জনের মাঝে ঢেউটিন বিতরণ

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা প্রশাসন ও উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২৭ জন উপকারভোগীর মাঝে ৩২ বান্ডেল ঢেউটিন বিতরণ ও গৃহ নির্মাণ মঞ্জুরী সহায়তা হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত ১০ জুলাই দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার কাজল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবিব, উপজেলা সহকারী প্রোগ্রামার মোহম্মদ শাহজান, সুচীপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রশীদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসের উচ্চমান হিসাব সহকারী মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এতে উপজেলার সুচীপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া আশ্রয়ণ কেন্দ্রের ১৬ জন উপকারভোগীকে ৩২ বান্ডেল, অন্যান্য ১১ জনকে ১৮ বান্ডেল ঢেউটিন এবং ২৭টি পরিবারের মাঝে গৃহনির্মাণ মঞ্জুরী সহায়তা বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
১৫ জুলাই, ২০২১।