নোমান হোসেন আখন্দ/শিহাব
শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাসেম উপস্থিত ছিলেন।
মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি আবদুল লতিফ, বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন মিয়াজী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন, ১০নং ওয়ার্ডে ৫ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন ও ১২নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ২ জন ও ৪নং ওয়ার্ডে ৫ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।