শাহরাস্তিতে ৩ মেয়র ও ৬৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

 

আবু মুছা আল শিহাব
শাহরাস্তি পৌরসভা নির্বাচনে ৩ মেয়র, ৫৩ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার শাহরাস্তি অডিটোরিয়ামে যাচাই-বাচাই শেষে ৩ মেয়র, ৫৩ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আব্দুল লতিফ, বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও সাবেক শাহরাস্তি উপজেলা বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা কামাল।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৪ জন। তারা হলেন- মো. অহিদুর রহমান, মো. জয়নাল আবেদিন, মো. মিজানুর রহমান পাটওয়ারী ও মো. হারেছ মিয়া।
সাধারণ কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৩ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মো. বাহার উদ্দিন, আজাদ হোসেন ও মো. হারেছ মিয়া।
সাধারণ কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৪ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মো. মকবুল আহমেদ, মোহাম্মদ মনির হোসেন, মো. জসিম উদ্দিন ও মো. মোশারেফ হোসেন।
সাধারণ কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৫ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মো. শাহাব উদ্দিন আলম, মো. মহসীন পাটওয়ারী, মো. শাহজালাল, মো. মাহবুব আলম ও মো. শাহ আলম।
সাধারণ কাউন্সিলর পদে ৫নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৪ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর প্রহল্লাদ চন্দ্র দে, মো. আবুল খায়ের, মো. কবির হোসেন ও মো. রুস্তম আলী।
সাধারণ কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৫ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মো. কাজী মো. আব্দুল কুদ্দুস, মো. মোশারেফ হোসেন, আঃ হাকিম, মো. ছাদেকুর রহমান ও আবুল হোসেন ।
সাধারণ কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৬ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মনিরুল ইসলাম, মিজানুর রহমান, মো. কামরুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল কালাম ও মো. মনিরুজ্জামান বাবুল বিশ^াস।
সাধারণ কাউন্সিলর পদে ৮নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৫ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মো. ছফিউলালাহ মিয়াজী, মো. কামরুজ্জামান, মো. মিজানুর ও হমান, মো. মাইন উদ্দিন ও মোহাম্মদ কবির।
সাধারণ কাউন্সিলর পদে ৯নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৪ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর বিকাশ মজুমদার, মো. আজাদ হোসেন, মো. মিজান মোল্লা ও আলী আজগর মোল্লা।
সাধারণ কাউন্সিলর পদে ১০নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৫ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, মো. আঃ জলিল, মো. আব্দুস ছাত্তার, মো. মাসুদ আলম ও মোহাম্মদ সেলিম আহমেদ।
সাধারণ কাউন্সিলর পদে ১১নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৪ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর নাজির হোসেন পাটওয়ারী, মো. ওহাব আলী,মো: আবুল কাসেম ও মিজানুর রহমান।
সাধারণ কাউন্সিলর পদে ১২নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৪ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর নআবুল হোসেন, ছালে আহম্মেদ, মাহবুবুর রহমান স্বপন ও শাহনেওয়াজ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৩ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর লুতফুর নাহার, সাহানা সুলতানা ও হাসিনা বেগম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৩ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর ছকিনা বেগম,নাছরিন আক্তার ও রাবেয়া বসরী বকুল।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ২ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর রাবেয়া বেগম ও মরিয়ম আক্তার।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডে বৈধভাবে মনোনীত হলেন ৫ জন। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মমতাজ বেগম, শাহীন আক্তার, জাহানারা আক্তার, লুতফুর নাহার ও শিল্পী আক্তার।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি ও ইভিএমের মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
০৫ ফেব্রুয়ারি, ২০২১।