শাহরাস্তিতে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী টেলিকনফারেন্সের মাধ্যমে উপজেলার উনকিলা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন, ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী একাডেমিক ভবনের উদ্বোধন ও যাদবপুর দাখিল মাদ্রাসার ৪ তলা ভীতবিশিষ্ট ৪ তলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্টমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এসময় তিনি তাঁর বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
শাহরাস্তি-হাজীগঞ্জ বিশাল উন্নয়ন কর্মকান্ডসহ সারাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনশাআল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নান বিএসসি, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, যুগ্ম-সম্পাদক ও সুচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম. আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান বেপারী।
আরো উপস্থিত ছিলেন উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত উল্ল্যাহ, ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, যাদবপুর দাখিল মাদ্রাসার সুপার বিল্লাল হোসেন, ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল মমিন, যাদবপুর দাখিল মাদ্রাসার সভাপতি আবুল হোসেন, চিতোষী পশ্চিম ইউপি আওয়ামী লীগ সভাপতি এইচএম শোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডা. আবদুর রাজ্জাক প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৮ আগস্ট, ২০২২।