নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরাধীন কর্তৃক বাস্তবায়িত ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় একযোগে টেলিকনফারেন্সের মাধ্যমে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হচ্ছে রায়শ্রী উত্তর ইউপির আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসার ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, খামপাড় মাদ্রাসাতুন নববী দাখিল মাদ্রাসার ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজের আইসিটি ভবনের ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একই কলেজের টেকনিক্যাল ভবনের ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ ২য় ও ৩য় তলার উর্ধ্বমুখী ভবনের উদ্বোধন, সুচীপাড়া উত্তর ইউনিয়নের সুচীপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শাহরাস্তি পৌরসভাধীন নোয়াঁগাও উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীতবিশিষ্ট ও শাহরাস্তি চিশতীয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার ৪ তলা ভীতবিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান শেপালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল-মামুন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, চিতোষী ডিগ্রি কলেজের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছালেহা চৌধুরী, আয়নাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, সহ-প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ আমির আলী খাঁন, প্রধান শিক্ষক মো. শহিদ উল্ল্যাহ, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জুয়েল, মাদ্রাসাতুন নববী খামপাড় দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মাসুম, সভাপতি সালমান ফারসী, সহ-সভাপতি মনিরুল ইসলাম, বিদ্যুসাহী সদস্য জামাল হোসেন পাটোয়ারী, রায়শ্রী উওর ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল কবীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, অভিভাবক সদস্য, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৭ অক্টোবর, ২০২১।