শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তির ভাটুনীখোলা গ্রামের গৃহবধূ কুহিনুর বেগম হত্যা মামলার এজাহার নামীয় আসামিরা জামিনে এসে বাদী পক্ষকে হুমকি-ধমকি ও প্রাণনাশের ভয় দেখাচ্ছে। এ বিষয়ে নিহত কুহিনুর বেগমের ভাসুর মো. শরীফুল আলম থানায় জিডি করেছেন। যার নং ৮১০।
লিখিত অভিযোগে শরীফুল ইসলাম জানান, গৃহবধূ কুহিনুর হত্যা মামলা যার নং ১৮/৯৬, তাং১৯/৪/২০১৯ইং এর এজাহার নামীয় আসামি আব্দুল খালেক, নুর হোসেন, আমিরুন নেছা ও পলাতক ২নং আসামি আবুল হোসেন ও আত্মীয় হারুনুর রশীদ, তৈয়ব আলী জোটবদ্ধ হয়ে বাদী পক্ষ শরীফুল ইসলাম ও হাবিবুর রহমান গং দের মামলা তুলে নিতে হুমকি-ধমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে আসছে।
তিনি আরো উল্লেখ করেন, ২০১৯ সালের ১৯ এপ্রিল গভীর রাতে কুহিনুরের বসতঘরে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিবাদীদ্বয় ঐ মামলায় জামিন পেয়ে মামলা প্রত্যাহার করার জন্য আমাকে ও আমার পরিবারের লোকজনদের চাপ সৃষ্টি করে। ঐ বিষয়ে আগেও আমার ভাই হাবিব উল্ল্যা শাহরাস্তি থানায় জিডি করেন। যার নং ৩১০, তাং ০৭/০৫/২০১৯ইং।
গত ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিবাদীরা আমার ভাই হাবিবুর রহমানের বসতঘর ভাংচুর করে অনুমান ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে। বিবাদীরা আমাকে লাঠি ও দা নিয়া দৌঁড়াইয়া আসে। বিবাদীরা আমাকে ও আমার পরিবারের লোকজনদের যেখানে পাবে মারধর করে জখম করবে বলে প্রকাশ্যে বলাবলি করে। যদি আমি মামলা প্রত্যাহার না করি, আমাকে ও মামলার স্বাক্ষীদের মারিয়া লাশ গুম করে ফেলবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় আছি। বিবাদীরা যে কোন সময় আমার ও পরিবারের লোকজনদের যে কোন ধরনের ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।