
আগামি ২১ ফেব্রুয়ারি
নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির গাউছুজ্জামান ইমাম উদ্দিন শাহ রাজাপুরী (র.) এর ৫৩তম উরশ শরীফ আগামি ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উরশ শরীফ উপলক্ষে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্নের পথে। পবিত্র উরশ শরীফে সভাপতিত্বে করবেন রাজাপুরা দরবার শরীফের পীর আলহাজ আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী।
উরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পীর সাহেব জানান, আগামি ২১ ফেব্রুয়ারি পবিত্র উরশ শরীফ সফল ও স্বার্থক করার জন্য এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকবে। উরশ শরীফ সফল ও স্বার্থক করতে সারা দেশ থেকে আগত লাখ-লাখ ভক্ত ও মুরিদানদের থাকা খাওয়া ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে সুসজ্জিত গেট ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন। পবিত্র উরশ শরীফে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুর্জুগানে দ্বীনিরা তাশরীফ পেশ করবেন।
প্রতি বছরের মতো এবার ও রাজাপুরা ফাজিল মাদ্রাসা ময়দানে সারা রাতব্যাপী ওয়াজ মাহফিল, দরবার শরীফে মাজার জিয়ারত ও ভোররাতে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্ত হবে।