নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির এলজিইডি বাস্তবায়নাধীন অতি জনগুরুত্বপূর্ণ ৩টি সড়কের উপর অবস্থিত বক্স কালভার্ট ধসে পড়ায় ভারী যান চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহরাস্তি উপজেলার অতি জনগুরুত্বপূর্ণ সড়ক খিলাবাজার-চিতোষী সড়কের লালিয়াপাড়া সংলগ্ন ব্রিজ, সুচীপাড়া খিলাবাজার সংযোগ সড়কের পাথৈর সংলগ্ন ব্রিজ ও উয়ারুক বাজার সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক সংযুক্ত উয়ারুক-মুড়াগাঁও সংযোগ সড়কের রাজাপুরা মাদ্রাসা সংলগ্ন কালভার্টটি ধসে পড়েছে। ফলে যান চলাচল ব্যাহত ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়তই এ সড়কগুলোতে হাজার-হাজার যাত্রী চলাচল করে আসছিল। দূর-দূরান্ত হতে আসা যাত্রী ও জমি কেনা-বেচা করতে আসা চিতোষী সাব-রেজিস্টার কার্যালয়ে আসা লোকজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
দুর্ভোগের শিকার যাত্রীরা জানান, অতি গুরুত্বপূর্ণ এ সড়কগুলোর উপর অবস্থিত কালভার্টগুলোর মাঝখানের অংশ ধসে পড়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। অনেক যাত্রী প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন। যানবাহন চলাচল না করায় অনেকেই পায়ে হেটে মাইলের পর মাইল যাতায়াত করছেন। বিকল্প সড়ক না থাকায় অনেকই পড়ছেন ভোগান্তিতে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নেয়া হয়নি কোন জরুরি ব্যবস্থা। প্রাথমিক ব্যবস্থা না নেয়ায় অনেকেই স্থানীয় জনপ্রতিনিধিদের উপর অসন্তোষের কথা জানান।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. রেজোয়ানুর রহমান জানান, ধসে পড়া এ ৩টি কালভার্টসহ ৪টি কালভার্টের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে প্রস্তাব পাস করে কাজে হাত দিতে পারবো।
১৬ মার্চ, ২০২১।