আমার জীবনের শেষ দিনগুলো মানুষের কল্যাণে উৎসর্গ করেছি
……..মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তির বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন ও ভিওিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসার ৪ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বানিয়াঁচৌ জেবি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন এবং মেহার উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, আমি বেঁচে আছি, মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমার জীবনের শেষ দিনগুলো মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত উন্নত শিক্ষায় গড়ে তুলতে হবে। শুধু দেশপ্রেম নয়, মানুষ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাগ্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ইনআশাল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশীদ, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, যুগ্ম-সম্পাদক ও সুচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভুইঁয়া, উপজেলা প্রকৈৗশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-আহবায়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগ আহবায়ক আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন রহমানিয়া নুরিয়া মাদ্রাসার সভাপতি মো. রেজাউর রহমান, ফকিখিরা এসএ বালিকা উর্বির সভাপতি আবদুল মমিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মেহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মানিক চন্দ্র দও, প্রধান শিক্ষক সঞ্জিত সরকার, বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আলম ফিরোজ, প্রধান শিক্ষক আবদুল হান্নান প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০ নভেম্বর, ২০২২।