
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলার নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেছারিয়া প্রাঙ্গণে আলহাজ মাও. হাবিবুর রহমান (রহ.) ও বিশে^র সব মুমিন-মোমেনাতদের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। গত বুধবার বাদ যোহর হতে সারা রাতব্যাপী ঐতিহ্যবাহী নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেছারিয়া মাঠ ময়দানে ৪৮তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী সর্ববৃহৎ এ বাৎসরিক মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান গন জিকিরের সহিত দলে দলে যোগদান করেন। ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’ ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুল আল্লাহ (দ.)’ ধ্বনিতে মুখরিত নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেছারিয়া মাঠ ময়দান ছিল কানায় কানায় পূর্ণ।
নরিংপুর নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আলম ফরাজীর উচ্চসিত কোমল কণ্ঠের পরিচালনায় ওয়াজ মাহফিলে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন ও শাহ রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল আলহাজ মাও. মুফতি নেছার উদ্দিন আল-কাদরী। প্রধান বক্তা ছিলেন ফরিদগঞ্জ চান্দ্রা দরবার শরীফের পীর ড. এস এম হুজ্জাতুল্লাহ নক্সবন্দী মুজাদেদ্দী। বিশেষ বক্তা ছিলেন ধেররা মাদ্রাসায়ে আবেদীয়া মুজাদ্দেদীয়ার আরবি প্রভাষক মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী ও শাহ রহমানিয়া জামে মসজিদের খতিব ও নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মুফতি মাও. নেছার আহম্মেদ ছালেহী।
আখেরী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে এবং মৃত ও জীবিত সব মুসলমানের জন্য ইহকালের শান্তি, পরকালের মুক্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।