শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার মিজির ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়াজী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া……রাজিউন)। বুধবার (২১ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টায় এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে ঈদের দিন সন্ধ্যায় মো. দেলোয়ার হোসেন মিয়াজী নিজ বাসায় হৃদরোগজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মো. দেলোয়ার হোসেন মিয়াজীর হঠাৎ মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় এবং দলীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃতদেহ শেষবারের মত দেখতে রাতেই মরহুমের বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হন।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার দিন সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন মো. দেলোয়ার হোসেন মিয়াজী। এসময় পরিবারের লোকজন তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
প্রবীণ রাজনীতিবিদ দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শাহরাস্তি প্রেসক্লাব ও ফোরাম সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন গভীর শোক প্রকাশ করেন।
পৃথক-পৃথক শোক বার্তায় তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিককে হারালো। দেশ ও জাতির কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার শুন্যতা পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য, মো. দেলোয়ার হোসেন মিয়াজী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দুইবার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২১ জুলাই, ২০২১।