শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুর বাবার মৃত্যু

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টুর বাবা এবং শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. সুলতান আহমেদ মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ……রাজিউন)।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
মরহুম সুলতান আহমেদ মাস্টার সবার প্রিয় ‘সুলতান মাস্টার’ হিসেবে উপজেলাজুড়ে পরিচিত ছিলেন। কালিয়াপাড়া বাজারের একজন সুনামধন্য ব্যবসায়ী হিসেবে উপজেলাজুড়ে তাঁর সুখ্যাতি ছিলো। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার রাত ৯টায় শাহাপুরস্থ রেলগেট জামে মসজিদে জানাজা শেষে মরহুম সুলতান আহমেদ মাস্টারকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

০৫ আগস্ট, ২০২১।