শাহরাস্তির সাহেব বাজারে ৩ দোকানে দুধর্ষ চুরি

নগদ টাকা, ঔষধ ও মালামাল লুট

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তির সাহেব বাজারে ৩টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে চোরের দল নগদ টাকা, ঔষধ, গ্যাস সিলিন্ডারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। গত ১ ফেব্রুয়ারি গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঔষধ দোকানী শামীম আহমেদ শাহরাস্তি থানায় একটি অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত দোকানীরা জানান, গত ১ ফেব্রুয়ারি রাতে প্রতিদিনের মতো ব্যবসা পরিচালনা শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরদিন রোববার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের কড়া ও তালা ভেঙ্গে দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে আসবাবপত্র এলোমেলো করে ফেলে রেখেছে।
বিষয়টি আমরা শাহরাস্তি থানায় জানাই। তাৎক্ষনিক শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকানীদের সান্ত¦না দেন।
সঙ্ঘবদ্ধ চোরের দল শামীম আহমেদের মা ফার্মেসী থেকে সমস্ত ঔষধ ও নগদ টাকা, আহসান হাবীব সেলিমের কাজী ফার্মেসী থেকে নগদ টাকা ও সমস্ত ঔষধ ও রতন চন্দ্র দাসের অধিকা ফার্মেসী থেকে ১৫টি গ্যাস সিলিন্ডার, চালের বস্তা, নগদ টাকা মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এ বিষয়ে ব্যবসায়ী শামীম আহমেদ রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কচুয়ায় প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষায় অনুপস্থিত ২৩
আহসান হাবীব সুমন
কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম দিনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রথম দিনের এসএসসিতে বাংলায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ৯শ’ ৩৭ জনের মধ্যে অনুপস্থিত ১২ জন ও দাখিলে ৩টি কেন্দ্রে কুরআন মজিদে ১ হাজার ৩শ’ ২৬ জনের মধ্যে ১১ জন অনুপস্থিত ছিল।
প্রথম দিন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও নিশ্চিন্তপুর কেন্দ্র পরিদর্শন করেন।
তাছাড়া ভিজিল্যান্স টিমের সদস্যদের বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যায়।