শাহরাস্তি উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র বানাতে চায়
…….মাহবুবুল আলম হানিফ এমপি

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল, জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় মেহের ডিগ্রি কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। তিনি তার বক্তব্য বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চায়, আওয়ামী লীগ তা কখনো হতে দিবে না। বর্তমানে বিএনপি-জামায়াতের মূল হাতিয়ার অপপ্রচার, মিথ্যাচার। বর্তমানে তারা গুজব ছড়াচ্ছে রিজার্ভ শেষ, ব্যাংকে টাকা নেই। বর্তমানে আমাদের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার, ব্যাংকে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার, যা বিএনপি জোট সরকারের আমলে ছিল মাত্র সাড়ে ৩ বিলিয়ন ডলারে। বিএনপি-জামায়াত মিথ্যাচার করে লজ্জা-শরম হারিয়েছে। আমাদের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে বেড়ে ২৯০০ ডলারে উন্নীত হয়েছে। বিশে^ বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দুর্নীতির বরপুত্র তারেক জিয়া আন্তজাতিক টেন্ডারে অংশ নিয়ে এদেশকে অর্থশূন্য করতে ছেয়েছিল। তারেকের নেতৃত্বে বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের চারণভূমি করতে চেয়েছিল। তারা আওয়ামী লীগের ২৬০০০ নেতাকর্মীকে হত্যা, ১০ হাজার নারীধর্ষণ, ২০১৩ থেকে ২০১৫ সালে পেট্রোল দিয়ে মানুষ হত্যা, ২১ আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতকে অর্থ জোগান দেয় আইএসআই। যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করছে। রপ্তানি আয় ৮ বিলিয়ন ডলার থেকে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৩১ সালে উন্নত রাষ্ট্র ও ২০৪১ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ, আবদুর রব ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক আহছান উল্ল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. নূরজাহান বেগম মুক্তা, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু খোকন সরকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, এফ. কাদের বাবু, আলমগীর হায়দার, সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে জেড. এম আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেন।

২৯ নভেম্বর, ২০২২।