শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা (স্মারক নং ১৭.০০.০০০০.০৪০.১৭.০১৬.১৯.১৯৯) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম-সচিব (সিসি) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত পত্রের ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ১৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ৭ অক্টোবর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরীর মৃত্যুতে উপজেলা পরিষদের এ আসনটি শূন্য হওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
০৫ সেপ্টেম্বর, ২০২১।