জাতীয় শোক দিবসে
নোমান হোসেন আখন্দ
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৫ আগস্ট সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহাজান পাটোয়ারীর সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান বি.এস.সির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহসান মাস্টার, অহিদুর রহমান, আবদুল ওহাব, রফিক আহম্মেদ ভূঁইয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড শাহরাস্তি শাখার সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, উপদেষ্টা এইচএম শোয়েব দেওয়ান প্রমুখ।
সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৫ আগস্ট কালরাতে নিশংস্রভাবে হত্যাকান্ডের ঘৃনাভরে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে পাষন্ড খুনি মোস্তাকের পেতাত্মাদের বিদেশ থেকে দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। আলোচনা সভা শেষে, বঙ্গবন্দু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহার কালীবাড়ী আয়েশা জামে মসজিদের খতিব মাও. মো শাহজান।
১৯ আগস্ট, ২০২১।