শাহরাস্তি ঘড়িমন্ডল দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত


মোজাম্মেল প্রধান হাসিব
শাহরাস্তি উপজেলার ঘড়িমন্ডল দরবার শরীফে আল্লাহমা সৈয়দ আব্দুল গণি শাহ ইয়েমেনী মিয়া ছাহেব হুজুর (রহ.) এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এ মাহফিল শুরু হয়ে সারা রাতব্যাপী কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শেষে গতকাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল শেষ হয়।
আখেরী মোনাজাত পরিচালনা করেন কাতিবে কোরআন আল্লামা সৈয়দ আব্দুল গনী শাহ ইয়েমেনী মিয়া ছাহেব হুজুর রহ. এর বংশধর পীরে কামেল শাহ সুফী হাফেজ সৈয়দ নেছার আহম্মদ মোজাদ্দেদিয়া দরবার শরীফ গোবিন্দপুর, মতলব দক্ষিণ।
সৈয়দ লুৎফুল কাদের হেলালির সভাপতিত্বে ঘড়িমন্ডল দরবার শরীফ কমিটির সহ-সভাপতি সৈয়দ আওরঙ্গজেব হিরনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ জিয়া উদ্দিন ইমরান।
প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আলহাজ মাও. আবু সুফিয়ান আবেদী আল-ক্বাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাও. আবুল হাশেম শাহ মিয়াজী, মাও. মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদী, মাও. মমতাজুল আরেফিন হেলালী, মাও. সাইয়্যেদ মুমিনুল ইসলাম, মাও. মাসুম বিল্লাহ পিয়ার অহেম্মদ, মাও. আহম্মদ উল্লাহ, পীরজাদা সাইয়্যেদ মুহাম্মদ সাইফুউদ্দিন ইয়াহিয়া বেলাল, মাও. আব্দুল আউয়াল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র পারভেজ, ঠিকাদার মোক্তার হোসেন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক কাউছার আলমসহ সাংবাদিক শত-শত ভক্ত ও আশেকান।