শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন মো. আযাদ হোসেন। শনিবার (৫ জুন) নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭ জন প্রার্থী অংশ নেয়। এতে মো. আযাদ হোসেন নির্বাচনী বোর্ডের লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হন। দুপুর ৩টায় নির্বাচনী বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ চৌধুরী লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং প্রধান শিক্ষক হিসেবে মো. আজাদ হোসেনের নাম ঘোষণা করেন।
নির্বাচনী বোর্ডে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. হাবিব উল্ল্যাহ মজুমদার, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ চৌধুরী, সদস্য ডিজি প্রতিনিধি ও চাঁদপুর মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ দেবনাথ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব মফিজুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম মোল্লা ও মো. শাহআলম।
০৬ জুন, ২০২১।