শাহরাস্তি পৌরসভায় ৪,৬২১ জন সুবিধাভোগী পেলো ত্রাণ

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ’ ২১ জন সুবিধাভোগী পরিবার। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি আব্দুল লতিফ। শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪৬২১ জন সুবিধাভোগী পরিবার প্রতিজন ১০ কেজি করে চাল পান।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলরাম সাহা, কাউন্সিলর শাহাবুদ্দিন আলম, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ টিউলিপ, নুরে আলম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
২০ জুলাই, ২০২০।