সভাপতি হাবিব, সম্পাদক নোমান, সাংগঠনিক সবুজ
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার অনিবার্য কারণে সকালে শাহরাস্তি প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ওইদিন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবিরের আহ্বান ও সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় সভায় উপস্থিত সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে পুরাতন কমিটির মেয়াদ বৃদ্ধি না করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রস্তাব করা হয়।
এতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হিসেবে হাবিবুর রহমান ভূঁইয়া (দৈনিক ভোরের কলাম), সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন আখন্দ (দৈনিক সংবাদ ও ইল্শেপাড়) ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ আমরুজ্জামান সবুজ (দৈনিক ইনকিলাব ও চাঁদপুর বার্তা) নাম প্রস্তাব ও সমর্থনে গৃহীত হয়। এসময় প্রেসক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সব সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, শাহরাস্তি প্রেসক্লাবের পুরাতন কমিটির বহিষ্কৃত ২নং সদস্য মো. ফারুক আহমেদ চৌধুরী তার সাজা মওকুফের আবেদনপত্র জমা দিয়ে হঠাৎ করে গত কয়েক দিন আগে শাহরাস্তি প্রেসক্লাবের আগের কমিটির কিছু বিপথগামী সদস্যদের নিয়ে মিটিং আহ্বান করে একটি তথাকথিত কমিটি দাঁড় করায়। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী এবং তিনি ওই ক্ষমতা সংরক্ষণ করেন না মর্মে হাস্যকর। তিনি ফারুক আহমেদ চৌধুরী আজ থেকে প্রায় ৩ বছর আগেও বিশেষ মহলের ইন্ধনে সাংবাদিকদের বাতিঘর প্রেসক্লাবের সংগঠনটি ভেঙে দেওয়ার উদ্দেশে একই কায়দায় মিটিং আহ্বান করেন। তিনি একই ব্যক্তি আবারো এই ঘটনা ঘটানোর ফলে সব সদস্য দুঃখ প্রকাশ করে ফারুক চৌধুরীর দৃষ্টান্তমূলক গঠনতন্ত্র মোতাবেক শাস্তি দাবি করেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩।