শাহরাস্তি প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুরের প্রথিতযশা সাংবাদিক নেতা, প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের ও গণমাধ্যম নেতৃবৃন্দ। মরহুমের অকাল প্রয়াণে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সংগঠনের সবার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
নেতৃবৃন্দ শোক প্রকাশ করতে গিয়ে বলেন, ইকরাম চৌধুরী শুধু একজন গণমাধ্যম ব্যক্তিত্বই নয়, তিনি ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ ও সব সংবাদকর্মীদের হৃদয়ের স্পন্দন। যার নিপুণ হাতে তৈরি হয়েছিল চাঁদপুরে প্রথম সরাসরি দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকা, তিনি সৃষ্টি করেছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী যার স্বাক্ষর অবিচল চাঁদপুরেই রয়েছে। এই ক্ষণজন্মা নেতৃত্বের অকাল প্রয়াণে শুধু সংবাদপত্র জগতে নয়, চাঁদপুর তথা রাষ্ট্র একজন দক্ষ গণমাধ্যম ব্যক্তিত্বকে হারালো। শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের পরিবার যেন এ শোককে শক্তিতে রূপান্তর করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, মরহুমের মৃত্যুর সংবাদ প্রকাশ পেতেই শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ এক জরুরি সিদ্ধান্তে ৩ দিনের শোক কর্মসূচি প্রকাশ ঘোষণা করে। যার মধ্যে, প্রথমদিন কালোব্যাজ ধারণ, দ্বিতীয় দিন মিলাদ মাহফিল শেষে, তৃতীয় দিন সংবাদপত্র ও সাংবাদিক সৃষ্টিতে মরহুমের অবদান শীর্ষক এবং বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।