শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মেজর রফিকের ফুলেল শুভেচ্ছা বিনিময়

সাংবাদিকদের রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজ করতে হবে
……মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

শাহরাস্তি ব্যুরো
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, (চাঁদপুর-৫) শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যের ঢাকার গুলশানস্থ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এক সময় সংবাদিকতা পেশায় আমিও জড়িত ছিলাম। বস্তুনিষ্ঠ সঠিক সাংবাদিকতা, নীতি, আদর্শ, জনবান্ধব গঠনমূলক সংবাদ পরিবেশনে গণমাধ্যম কর্মীদের অবিচল থাকতে হবে। প্রকৃত সাংবাদিকদের দেশপ্রেম নিয়ে রাষ্ট্র, সমাজ উন্নয়ন, জনকল্যাণমুখী, মানবিক নিপীড়িত বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের সংগঠনের বিষয়ে আমার কোন হাত নেই, যারা আমার দোহাই দিচ্ছে তারা মিথ্যাচার করছে। সংগঠন চলবে সাংগঠনিক নিয়ম ও রেজিস্টার্ডভুক্ত গঠনতন্ত্র অনুযায়ী। রেজিস্টার্ডবিহীন সংগঠনের দোহাই দিয়ে কেউ চাদাঁবাজি বা কারো কাছ থেকে টাকা উত্তোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এসব রেজিস্টার্ডবিহীন সংগঠনগুলোকে সরকারি অর্থ বা অনুদান প্রদানের কোন বিধান নেই।
দীর্ঘ আড়াই ঘণ্টার সৌজন্য সাক্ষাতকালে তিনি শাহরাস্তি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সামগ্রিক বিষয়ে শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল কালাম, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক মো. ফিরোজ বেপারী।
আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রায়হান মোঘলসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা ৪টি বই সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের হাতে তুলে দেন জাহাঙ্গীর আলম হৃদয় ও সাংবাদিক নেতৃবৃন্দ।

১৯ মে, ২০২৩।