শাহরাস্তি ব্যুরো
‘মাস্ক পরার অভ্যাস কোভিডমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শাহরাস্তি মডেল থানার উদ্যোগে করোনা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকাল ৫টায় শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান উপজেলার মেহার কালীবাড়ী, ঠাকুরবাজার, দোয়াভাঙ্গা, মেহের স্টেশন এলাকায় কোভিড-১৯ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করেন ও মাস্ক বিতরণ করেন।
ওসি আবদুল মান্নান তার বক্তব্য বলেন, ২১ মাচ থেকে আইজিপি’র নির্দেশনায় ও পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে সারা দেশের জেলা ও উপজেলায় করোনা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ র্কমসূচির আলোকে শাহরাস্তি মডেল থানা পুলিশ এ কার্যক্রম চালিয়ে আসছে। করোনা প্রতিরোধে জনগণকে সচেতন ও মাস্ক বিতরণের এ চলমান কর্মসূচি চলমান থাকবে। সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চাই।
২৫ মার্চ, ২০২১।