শাহরাস্তি মডেল থানার নবাগত ও বিদায়ী ওসির বিদায়-বরণ

 

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি মডেল থানার নবাগত ওসি আবদুল মান্নানকে বরণ ও বিদায়ী ওসি মো. শাহআলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকাল ৪টায় থানার কমিউনিটি পুলিশিং সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শাহরাস্তি মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আবদুল মান্নানের সভাপতিত্বে এবং থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়ালের পরিচালনায় বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আবদুল লতিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি সাবেক অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বিদায়ী ওসি শাহআলম তার বক্তব্য বলেন, দীর্ঘ ২ বৎসর যাবৎ চেষ্টা করেছি। শাহরাস্তিবাসীর কল্যাণে তাদের প্রাপ্য সেবা পৌঁছে দিতে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া নিয়েই এতটুকু কাজ করতে পেরেছি। সেজন্য আবারো সবার দোয়া চাই।
নবাগত ওসি মো. আবদুল মান্নান জানান, শাহআলম স্যারের মত নিবেদিত হয়ে কাজ করতে আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি আশা রাখবো, স্যারকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও সেভাবে সহযোগিতা করবেন।
০২ ডিসেম্বর, ২০২০।