স্টাফ রিপোর্টার
আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ও জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠির আলোকে চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদরাসা, শাহ্তলী জিলানী চিশতী কলেজ, শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস সংক্রমন রোধে শাহ্তলীতে মাস্ক বিতরণ, মানববন্ধন, জনসচেতনতামূলক প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শাহতলী রেল স্টেশনে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে এবং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্তলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নো মাস্ক, নো সার্ভিস’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলায় একযোগে জনসচেতনতামূলক অনুষ্ঠান পালন করছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানের স্ব-স্ব শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আসার সময় আবশ্যই মাস্ক পড়ে আসবেন। করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত এর প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যবিধি পালনের উপর গুরুত্ব দিচ্ছে। নিয়মিত মাস্ক পড়তে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
স্বাগত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার।
কর্মসূচিতে অংশ নেন- শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাও. ইয়াছিন মিয়া, মাদরাসার প্রধান মুহাদ্দেস মাও. আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক আলেয়া আক্তার, সহকারী অধ্যাপক সামিমা আক্তার, প্রভাষক মুহাম্মদ নুরুল বাতেন, প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মাহবুবুর রহমান, শাহতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাও. এমদাদ উল্ল্যাহ, আরবি প্রভাষক মাও. আব্দুল মান্নান, আরবি প্রভাষক মাও. মহিউদ্দিন, আরবি প্রভাষক মাও. এএনএম হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী মাও. মিজানুর রহমান, শিক্ষক মাও. বাহাউদ্দিন, শিক্ষক মো. রুস্তম খান, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, শিক্ষক মাও. আব্দুল হালিম গাজী, কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, ফাহিমা জাহান, রাবেয়া বেগম, মাও. শহিদুল ইসলাম, মো. লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো. ফজলুল করিম, মো. সাইফুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. শফিক কারী, মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, ইউপি মেম্বার মো. মোস্তফা খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নুরুজ্জামান মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম কারী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইদ্রিস আলী, মেহেরুন নেছা, রুবিনা আক্তার, মো. সোহরাব হোসেন, দীপঙ্কর দে, মো. নেছার আহমেদ, সহকারী লাইব্রেরীয়ান মাও. আব্দুল মান্নান, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, শামীমা সুলতানা, শাহিনা আক্তার, নাজিয়া মাহবুব, মো. কবির হোসেন চৌধুরী, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা আক্তার, মো. নজরুল ইসলাম মিজি, মোহসেনা আক্তার, তানজিনা খানম, রোকেয়া আক্তার, মো. ইয়াছিন খান প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে গণসচেতনতামূলক র্যালি শাহতলী জিলানী চিশতী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শাহতলী রেলস্টেশন প্রদক্ষিণ করে। এ সময় শাহতলী রেলস্টেশনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও মানববন্ধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সিএনজি, রিক্সা চালক, যাত্রী, পথচারী ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
১৯ নভেম্বর, ২০২০।