শিক্ষামন্ত্রীকে চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের কদমতলা রোডস্থ মন্ত্রীর বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া।
এসময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে সংগঠনের ইফতার মাহফিলের দাওয়াত প্রদান করা হয়।

০৬ এপ্রিল, ২০২৩।