
শাহ আলম খান
চাঁদপুর শহরের পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলক উন্মোচনের মাধ্যমে নতুন বিদ্যালয় ভবনটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। শিক্ষাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ সরকারের আমলে স্কুল-কলেজ-মাদ্রাসার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিক্ষার মানোন্নয়ন বেশি প্রয়োজন, আমরা উভয় দিকেই জোরালোভাবে নজর দিচ্ছি। তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা শিক্ষা অফিসার শিহাব উদ্দিন পাটোয়ারী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, দাতা সদস্য সুভাষ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা ওহিদুল ইসলাম।
