
মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, অবকাঠামোর জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে ক্ষেত্রে বর্তমান সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা সারাদেশে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতেই প্রমাণ হয় বর্তমান সরকার শিক্ষাবান্ধব।
গত শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা জামারিয়া আলিম মাদ্রাসা, কাচিয়ারা স্কুল এন্ড কলেজ, কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও কাচিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
মসজিদ মাদ্রাসার উন্নয়ন ও সুরক্ষিত রাখতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে যাচ্ছে জানিয়ে এমপি আরও বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তসলিম আহম্মেদ মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, চাঁদপুর জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম আ. রাজ্জাক, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মো. রাসেল পাটোয়ারী নিলয় প্রমুখ।