শোল্লা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন


আবু তালেব সরদার
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার সকাল ১০ থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ফরিদগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে স্কুল শাখার ২ জন নির্বাচিত হন।
তারা হলেন- মো. আব্দুল কুদ্দুছ পাটওয়ারী ২৪৯ ভোট পেয়ে প্রথম ও মো. আবু হানিফ সরদার ২৩১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে নির্বাচিত হন। স্কুল ও কলেজ শাখায় মোট ভোট সংখ্যা ৬৪১। এর মধ্যে ২ জন অভিভাবক প্রার্থীর নির্বাচিত ৪৯৯ ভোট কাস্টিং হয়।
ইতোপূর্বে গভর্নিং বডির কলেজ শাখায় নিয়ম অনুযায়ী ২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন- মো. খোরশেদ আলম বেপারী ও আবদুল মালেক পাটওয়ারী।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা।