সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মনির আহত

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে ডিসের তারের সাথে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়েছেন দৈনিক ইল্শেপাড়ের সিনিয়র সাব-এডিটর ও দৈনিক ভোরের সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মনির হোসেন। গত বুধবার রাত ৮টায় ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মহিলা মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। বর্তমানের সে চাঁদপুর বাসস্ট্যান্ড মেরিন হাসপাতালে ২০৫ নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, সাংবাদিক মনির হোসেন আষ্ট্রা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের সংবাদ সংগ্রহ করে চাঁদপুরে আসার সময় ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মহিলা মাদ্রাসা সংলগ্ন ঝুলে থাকা ডিসের তার সাথে গলায় ফাঁস লেগে পড়ে। এসময় তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় যখম হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ মেরিন হাসপাতালে ২০৫নং কেবিনে ভর্তি হন। বর্তমানে সে ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদিক মনির হোসেনের আহতের খবর পেয়ে তাকে দেখতে চাঁদপুর মেরিন হাসপাতালে ছুটে যান এবং তার খোঁজ-খবর নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ সরকার, এপেক্স ক্লাব অফ চাঁদপুরের প্রেসিডেন্ট এপে. হাফেজ মাও. ওমর ফারুক, চাঁদপুর জজ কোর্টের সিনিয়র এপে. অ্যাড. জাকির হোসেন ফয়সাল, এপে. অ্যাড. আবুল কালাম আজাদ, সেক্রেটারি এন্ড ডিএনএ এপে. অ্যাড. নাজমুল তালুকদার শিপন, চাঁদপুর মেরিন হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক জিএম শাহিন, এমডি জিহাদ, মাহবুব, ফরিদগঞ্জ বিডিআরবির চেয়ারম্যান সাংবাদিক আব্দুস সালাম আজাদ জুয়েল, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খানসহ আরো অনেকে।
সাংবাদিক মনির হোসেনের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

১৯ মে, ২০২৩।