স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আবেদনের প্রেক্ষিতে পৌর বিএনপির সদস্য হিসেবে মোস্তফা খান সফরি ও মাহবুবুর রহমান শাহিনের নাম ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। গত শনিবার দুপুরে শহরের মুনিরা ভবনে সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে।
সম্মেলেনের প্রধান অতিথি বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজি মো. মোস্তাক মিয়া তার বক্তব্যের শেষদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছে আবেদনের বরাত দিয়ে পৌর বিএনপির সদস্য হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাহবুবুর রহমান শাহীনের নাম প্রস্তাব করেন।
নাম প্রস্তাবের সাথে সাথে ক্ষুব্ধ নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। তারা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে। এসময় নেতাকর্মীরা হাজি মো. মোস্তাক মিয়াকে ঘেরাও করে রাখে। পরে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
নেতাকর্মীরা হাজি মো. মোস্তাক মিয়াকে জানান, যে দু’জনের নাম প্রস্তাব করা হয়েছে তাদের সদস্য হওয়ার কোন যোগ্যতা নেই। এতোদিন তারা কোথায় ছিলো? তাদের কোন আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি। তারা তৃণমূল নেতাকর্মীদের খোঁজ-খবর তো দূরের কথা সম্পর্কও রাখেনি। তাদের নামে কোন মামলা নেই। তারা সরকারের কোন হামলার শিকার হয়নি। কোন নির্বাচনে বিএনপির কোন প্রার্থীর পক্ষে তারা কাজ করেনি। শুধুমাত্র বিএনপি’র পদ-পদবী লাভের আশায় ‘দুধের মাছি’র মতো তাদের আবির্ভাব হয়। পরে তারা চলে যান ঢাকায়। নিজেদের ব্যবসা-বাণিজ্য করেন, আর সুযোগ খোঁজেন কখন আবার পদ পাওয়া যাবে। ঐ দু’জনকে যদি কোন সদস্য পদ দেওয়া হয় তাহলে তারা গণপদত্যাগ করবেন।
২৫ অক্টোবর, ২০২১।