
চান্দ্রা মিলেনিয়াম বহুমুখী সমবায় সমিতির
আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র চান্দ্রা বাজার মিলেনিয়াম বহুমুখী সমবায় সমিতির প্রায় ৩শ’ সিএনজি অটোরিক্সা দীর্ঘ বছর ধরে জেলা বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন না পাওয়ায় সমিতিটি মানবেতর জীবন কাটাচ্ছে। সমিতিটি রেজিঃ নং-৬৪ চাঁদ ০৯ বিগত ০৮/০৭/০৯ইং সমবায় অধিদপ্তর চাঁদপুর কর্তৃক নিবন্ধিত। সমিতিটি চাঁদপুর জেলার দারিদ্র্য বিমোচনে ভালকাজের জন্য ২ বার জেলার বহুমুখী শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হন এবং নিয়মানুযায়ী সরকারের কোষাগারেও সমবায় উন্নয়ত তহবিলে রাজস্ব প্রদান করে আসছে।
এছাড়া সমিতিটি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এলাকায় খেটে খাওয়া জনমানুষের মাঝে পুঁজি বিনিয়োগ করে ঐ পুঁজি উত্তোলন করতে পারছে না। বিগত ২০১৬ হইতে হঠাৎ রেজিস্ট্রেশন বিহীন সিএনসি, অটোরিক্সা সরকারি সিদ্ধান্তে জেলা থেকে গ্যাস প্রদান বন্ধ করে দেয়া হয়। অথচ প্রতিষ্ঠানের সিএনজি গাড়িগুলো ২০১৬ সালের আগেই ক্রয় করা হয়। বর্তমানে ২৮০টি সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন বিহীন রয়েছে। এছাড়া ঐ গাড়ির উপর ৫ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। বর্তমানে এই গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সমিতির মাঠ পর্যায়ের পুঁজি বিনিয়োগ বন্ধ রহিয়াছে ফলে সমিতির পুঁজিগুলো উত্তোলন করা যাচ্ছে না। এর ফলে এলাকার বেকার যুবক ও দরিদ্ররা সিএনজি অটোরিক্সা সমিতি থেকে গ্রহন করিয়া অসহায় লোকজন এক মানবেতর জীবন কাটাচ্ছে।
অপরদিকে সমিতি সময় মত কিস্তি আদায় না হওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারনে বহু কমকর্তা, কর্মচারী এক নিদারুন কষ্টে দিনাতিপাত করছে।
এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে গত সেপ্টেম্বর/২০১৮ইং তারিখে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বাঁচাতে চাঁদপুর জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন এবং চাঁদপুর পৌর মেয়র, পুলিশ সুপার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বিআরটিএ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও একটি অনুলিপি প্রদান করেও আজ পর্যন্ত এর কোন কাক্সিক্ষত আশার আলো মিলেনি। এ ব্যাপারে অসহায় সমিতি কর্তৃপক্ষ পুনরায় জেলা প্রশাসক, বিআরটিএ, চাঁদপুর রাজনৈতিক নেতাদের কাছে আশু সমাধানের সানুগ্রহ কামনা করছে।