সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা বিএনপি। রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
বক্তারা বলেন, শনিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে অসদাচরণ করে ফোন কেটে দেন সিভিল সার্জন।
চাঁদপুর জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার বলেন, সম্প্রতি চাঁদপুর সদর হাসপাতালে দালালদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভূঁইয়া আহত হয়। হামলাকারী ও দালালদের বিষয়ে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে- তা জানতে চাইলে মুঠোফোনে বাগবিতণ্ডা হয় তাদের। তারই প্রেক্ষিতে গতকাল রোববার সকাল থেকে পদত্যাগের দাবি করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
তবে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম দ্বিন বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি মিটিংয়ে আছেন। বিএনপির তোলা দাবি প্রসঙ্গে বলেন, হাসপাতালের সামনে তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়ায় এই আন্দোলন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৮ নভেম্বর, ২০২৪।